📅 তারিখ: ২২ জুন ২০২৫
🖋️ প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি
পটিয়া, চট্টগ্রাম:
সত্য, নিরপেক্ষ ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘খবর পটিয়া’। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
নতুন এই সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশক আবদুল্লাহ আল নোমান বলেন, “পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে কাজ করাই ‘খবর পটিয়া’-এর অঙ্গীকার। আমরা নিরপেক্ষতার সঙ্গে প্রতিটি খবর পৌঁছে দেব জনগণের দোরগোড়ায়।”
বার্তা ও সম্পাদকীয় বিভাগের দায়িত্বে রয়েছেন ০১৯৯২১৩৭২১৫ নম্বরে যোগাযোগযোগ্য টিম, যারা নিরবচ্ছিন্নভাবে তথ্য যাচাই ও সম্পাদকীয় দিক পরিচালনা করছেন। পটিয়ার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক ও তরুণ উদ্যোক্তাদের উপস্থিতিতে উদ্বোধনী আয়োজনে ওয়েবসাইটটির লক্ষ্য, দর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
‘খবর পটিয়া’ শুধু সংবাদ নয়—স্থানীয় সমস্যা, অর্জন, উন্নয়ন, সংস্কৃতি এবং ইতিহাসকে গুরুত্ব দিয়ে পাঠকের কাছে পৌঁছে দিতে চায় একটি নতুন ধারার সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে।
📲 ওয়েবসাইট: www.koborpatiya.online
📞 যোগাযোগ: ০১৯৯২১৩৭২১৫