পটিয়া অফিস
মামার বাড়িতে বেড়াতে এসে চট্টগ্রামের পটিয়ায় সান্ত নন্দী (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে রংপুর জেলার সঞ্জয় নন্দীর পুত্র। সোমবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ধরপাড়া অনুকুল ঠাকুর আশ্রমের পাশের পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শান্ত বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রাম শহরে থাকে।
চার দিন আগে মামা বাড়িতে বেড়াতে আসে সে। সোমবার দুপুরে শান্ত মামার বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে।
শান্তের বন্ধুরা পুকুর থেকে গোসল করে উঠলেও শান্তকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা পুকুরে খোঁজ শুরু করে। একপর্যায়ে তার নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই কিশোরের মামা সুভাষ সেন জানান, ভাগ্নে শান্ত দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।