1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় পীরে কামেল মোস্তাক বিল্লাহ সুলতালপুরীর ইন্তেকাল পটিয়ায় প্রায় ২কোটির টাকার ইয়াবা সহ পাঁচ মাদক কারবারি আটক মাইক্রোবাস জব্দ পটিয়ায় ‘স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন’র আয়োজনে মাসব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী উদ্বোধন। চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম পটিয়ায় নুর সুপ কোম্পানির সাবান চুরি দুই সহোদরসহ চারজনের বিরুদ্ধে মামলা বেড়াতে যাওয়ার পথে পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পিডিবি কর্মকর্তার স্ত্রী মর্মান্তিক মৃত্যু পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু পটিয়ায় বিদেশি পিস্তল সহ ২জন গ্রেফতার পটিয়ায় সাজাপ্রাপ্ত আসামি বাবলু বড়ুয়া গ্রেপ্তার সাংবাদিক নোমানের পিতার ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

হালদা নদীকে বাঁচাতে নদী তীরবর্তী এলাকার তামাকচাষ অবিলম্বে বন্ধ করা হবে : রাউজানে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণীসম্পদ  উপদেষ্টা ফরিদা আকতার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান রাউজান প্রতিনিধি

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার বলেছেন, তামাক চাষ আমাদের শুধু জীবন ধ্বংস করছেনা, এর প্রভাবে মাটি নষ্ট হচ্ছে, পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের জাতীয় সম্পদ হালদা নদীকে বাঁচাতে হলে নদীর পাড়ে তামাক চাষ অবিলম্বে বন্ধ করতে হবে। প্রয়োজনে তামাক চাষের সাথে যারা জড়িত তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে।

তিনি আরো বলেন, হালদা আমাদের জাতীয় সম্পদ। এই নদীর মাছগুলো বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশের বিশেষ চাহিদা রয়েছে। এই নদীর সুরক্ষার জন্য অন্যান্য মন্ত্রনালয়গুলোর সাথে সমন্বয় করে যা যা করণীয় সেই সব পদক্ষেপ নেওয়া হবে।

১ জুলাই মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরাস্থ মোবারকখীল হ্যাচারি প্রাঙ্গনে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী পরিদর্শন ও স্টেকহোল্ডারগণের সাথে  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মুখ্য সচিব মোঃ আব্দুল করিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ, হালদা প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া,  মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা মৎস্য অফিসার শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা,নৌ পুলিশ সুপার আ ফ ম নিজামুদ্দিন, কৃষিবিদ মোঃ নাসিম হায়দার, সাংবাদিক মোহাম্মদ আলী।

উপস্থিত ছিলেন  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাউজান মোহাম্মদ আলমগীর হোসেন আজাদী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হাটহাজারী আমিনুল ইসলাম, আইডিএফ কর্মকর্তা মাহমুদুল হাসান।

সাবেক উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ হাসান আহসানুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন

সাংবাদিক নেজাম উদ্দিন রানা, এস এম ইউসুফ উদ্দিন, বোরহান উদ্দিন, নদী পরিব্রাজক টিম চট্টগ্রামের সভাপতি খোরশেদুল ইসলাম, , ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর,  রোসাঙ্গীর আলম,  শফিউল আলম, মোঃ ইলিয়াস,  তামাকচাষী কামাল উদ্দিন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, রাউজান ও হাটহাজারী উপজেলার প্রশাসনসহ স্থানীয় জেলে সম্প্রদায়, মৎস্যজীবি ও বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার পূর্বে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার স্পিডবোটে হালদা নদী পরিদর্শন শেষে নদীতে পোনামাছ অবমুক্তকরণ, নার্সারি পুকুরে পোনা উৎপাদন কার্যক্রম পরিদর্শন, হালদা প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, হ্যাচারি প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং নদী সুরক্ষার জন্য ক্রয়কৃত চারটি ড্রোন উড্ডয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এরপর উপদেষ্টা হাটহাজারীর মদুনাঘাট হ্যাচারি পরিদর্শনসহ নির্ধারিত কয়েকটি কর্মসূচিতে যোগদান করেন।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট