রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানের কদলপুরে প্রকাশ্য দিবালোকে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিমকে প্রকাশ্যে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে কদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
৭ জুলাই সোমবার বিকেলে কদলপুর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ণিখিত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা মো. হাশেম।
বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভি, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম। বিএনপি নেতা আবদুর ছবুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মো. কাজী মো. গিয়াস উদ্দিন, নুরুল আমিন চৌধুরী তপন, ফয়েজুল ইসলাম খোকন, তসলিম নেওয়াজ, মো. দিদারুল আলম, আলম হুদা চৌধুরী, খোরশেদুল আলম, যুবদল নেতা ইব্রাহিম চৌধূরী, নুরুল আবছার, মো. জানে আলম, মো. জাবেদ, হারুনুর রশিদ, ইয়াকুব আলী, আবদুল মান্নান, জাহঙ্গীর আলম, জাহেদুল আলম, আলতাফ চৌধূরী, এনায়েত আলী, মো. ইয়াকুব, মনজুরুল ইসলাম, মো. আলী, সাজ্জা্দ কবির চৌধূরী, হোসেন বাচা, মামুন, শাহ হানিফ সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতা-কর্মীদের টার্গেট করে রাউজানে একের পর এক হত্যাকান্ডের মধ্য দিয়ে অশান্ত রাউজানকে শান্ত করার অপতৎপরতায় লিপ্ত একটি মহল।
সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, নেতা-কর্মীদের হত্যা করে
রাউজানে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনপ্রিয়তা রোধ করা যাবেনা।
নেতার নির্দেশ, রাউজানের শান্তি বিনষ্ট করা যাবেনা। বক্তারা আরো বলেন, প্রতিহিংসার পথ ছেড়ে ছেড়ে শান্তি ও সমৃদ্ধির পথে আসুন। জনগণের কল্যাণে রাজনীতি করুন। এভাবে একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে আগামীতে রাউজানকে অশান্ত করার অপচেষ্টা করা হলে রাজপথেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে নিহত যুবদল নেতা মোঃ সেলিমের মা, বোন, স্ত্রী ও তিন সন্তান উপস্থিত ছিলেন।
তারা হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ই্উনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় প্রকাশ্য দিবালোকে স্ত্রী ও সন্তানের সামনে গুলি করে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিমকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনায় এলাকার ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।