1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

রাঙ্গামাটির বেতবুনিয়ায় যুবদলকর্মীর লাশ উদ্ধার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 নেজাম উদ্দিন রানা (রাউজান প্রতিনিধি)

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া এলাকা হতে মো. দিদারুল আলম প্রকাশ রিংকু (৪০) নামের রাউজানের এক যুবদলকর্মীর মরদেহ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। ১০ জুলাই বৃহস্পতিবার সকালে কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম লুঙ্গিপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মো. দিদারুল আলম রিংকু (৪০) রাউজান উপজেলার ৮ নং কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমশের পাড়া গ্রামের কবির আহমেদ মিয়াজির বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের পুত্র।

বিবাহিত জীবনে সে ৮ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্রসন্তানের জনক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. দিদারুল আলম প্রকাশ রিংকু গত ৬ জুলাই রাউজানের কদলপুর ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত যুবদল নেতা মোঃ সেলিমের অনুসারী। স্থানীয় রাজনীতিতে সে যুবদলকর্মী হিসেবে পরিচিত ছিল। 

নিহতের ভাই মো শফিকুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক আটটার দিকে ঘর থেকে পাশ্ববর্তী একটি মেজবানের দাওয়াতে যান। রাত আনুমানিক দশটার দিকে ফোন করে জানান, তার মুঠোফোন কিছুক্ষণ বন্ধ থাকবে। এজন্য কোনো টেনশন করতে বারণ করেন স্ত্রীকে। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়ি ফিরে না আসায় এবং মুঠোফোন বন্ধ থাকায় তার স্ত্রী ও স্বজনরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও ব্যর্থ হন।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাউজান উপজেলার পাশ্ববর্তী বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে তার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে স্ত্রী, ভাই ও স্বজনরা সেখানে ছুটে গিয়ে মরদেহ দেখে আহাজারিতে ফেটে পড়েন। 

নিহতের ভাই শফিকুল ইসলাম আরো জানান, 

 তার ভাই দিদারুল আলম রিংকু সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি কৃষি কাজও করতেন। মাঝেমধ্যে সম্প্রতি নিহত যুবদল নেতা মোঃ সেলিমের সাথে চলাফেরা করতো। 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম সোহাগ সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাউখালির বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম লুঙ্গিপাড়া গ্রাম থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটির মর্গে প্রেরণ করা হবে। খবর পেয়ে 

নিহত স্ত্রী ও ভাই এসেছেন।  মরদেহের শরীরে কোন আঘাতজনিত চিহ্ন ছিলনা।  তবে, মুখে থাকা ফেনায় মাদকের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে ফেলে বিস্তারিত জানা যাবে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট