পটিয়া অফিস
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় জড়িত অভিযোগে মহিউদ্দিন মল্ল নামে এক ব্যক্তিকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
রবিবার (২০ জুলাই ) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে পটিয়া থানা পুলিশের হাতে তুলে দে । মহিউদ্দিন মল্ল পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত এখলাছ মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, মহিউদ্দিন মল্লকে বিএনপি অফিস ভাংচুর মামলায় আটক করা হয়েছে। এছাড়াও গত বছর ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জড়িত থাকার তথ্য রয়েছে। সে দীর্ঘদিন ধরে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনী সচিব ছিলেন। এ ব্যাপারে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ২০২৪ সালে ৪ ও ৫ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী মিছিলে হামলা ভাংচুর, লুটপাট, তাণ্ডব, গুলিবর্ষণের ঘটনায় মহিউদ্দিন মল্ল ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মল্লকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।