প্রতিদিনের কাগজের পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং জড়িতদের শাস্তির দাবীতে চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে পটিয়া প্রেসক্লাবের আহ্বায়ক নুর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহমদ উল্লাহ'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলী হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সিপিবি নেতা অলক দাশ, পটিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদোয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, পৌর এলডিপির সদস্য সচিব মুজিবুর রহমান টুসু, কানাডা মফিজুল ইসলাম চৌধুরী বাবলু, আবদুল বারেক, তারেকুর রহমান, ফকরুল নাঈম প্রমুখ।
বক্তারা বলেন সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি। পুরো পরিবারকে হত্যা করেছে।সারা দেশে বিভিন্ন যায়গায় সাংবাদিকদের আহত,লাঞ্চিত করা হয়েছে তারও বিচার দাবী করেন। ইতিমধ্যে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের কাছে দাবী দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।
মানববন্ধনে পটিয়া প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।