নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নিতে দেরি করায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত ফেরদৌস বেগম (৩৫) উপজেলার বরলিয়া ইউনিয়নের বেলখাইন গ্রামের মোহাম্মদ রাসেলের স্ত্রী।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, সকালে নিজের ঘরে গৃহস্থালী কাজ করার সময় দেওয়ালে টাঙানো মাছ ধরার জালের ভেতর থেকে একটি সাপ ফেরদৌস বেগমকে ছোবল দেয়। প্রথমদিকে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।