পটিয়া অফিস
পটিয়ায় প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে 'এসএসসি রিসেপশন এচিভার্স ২০২৫ যেখানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হবে।
অনুষ্ঠানটি আয়োজন করেছে গাজী কে.ডি. ফাউন্ডেশন। গতকাল শনিবার পটিয়া বাইপাস রোডের মিনা কনভেনশন হলে বিকেল বিকেল ৩টায় এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দুপুরে পটিয়ার একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন গাজী কে.ডি. ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসাইন, বিশেষ অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নসরুল কাদের, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দীন আহাম্মেদ,পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া,চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, আলী নেওয়াজ চৌধুরীসহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঈদ উদ্দীন সাব্বির, সাজিদ বিন দিদার, তন্ময় চৌধুরী, হুমায়ুন কবির রাহাত, কাজী মোজাম্মেল হক, তামজিদ উদ্দীন, মো. সাঈদ হামিদ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর এ টি এম ফাউজুল কবির, সেক্রেটারি আশরাফ ইফতি।