পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় নব জাগরণ যুব সংঘের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১২সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জাবেদের সঞ্চালনায়, সভাপতি মাহমুদুল হক সুমন সভাপতিত্বে,
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,পটিয়া এস এ স্মৃতি সংসদের সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মফিজুর রহমান,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ গোবিন্দার খীল সুন্নী জামে মসজিদের সাধারণ সম্পাদক দিদারুল আলম,
অন্যন্যার মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাতার প্রবাসী এরশাদুল হক, আবুল হোসেন সওদাগর,
মোহাম্মদ আলমগীর,আলী হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলী হায়দার, সদস্য সোলায়মান, হৃদয়, আনোয়ার হোসেন, রুবেল, সুমন, দিদার, আশিকসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে ৮নং ওয়ার্ডকে একটি মডেল ও মানসম্মত পরিবেশ তৈরি করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেন।এবং দলমত নির্বিশেষে সবাইকে একটি সুন্দর ওয়ার্ড গঠন করার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করেন।