পটিয়া অফিস
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে পটিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাব মিলনায়তনে "নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্রের অভিযাত্রা" শীর্ষক এ সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান ও রাজনৈতিক ভিশন তুলে ধরেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম চৌধুরী বলেন, তাঁর রাজনীতিতে ব্যক্তিগত স্বার্থ নেই, মনোনয়ন পেলে পটিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন। দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় পটিয়া বিএনপি দুর্বল হয়েছে, বিভক্তি কাটিয়ে ঐক্যবদ্ধ কমিটি গঠনের আহ্বান জানান তিনি। শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও কৃষিকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন শহীদুল।
সভায় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক খোরশেদ আলম, পটিয়া লবণ মিল মালিক সমিতির সদস্য আকবর হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আলোচনা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।