নিজস্ব সংবাদদাতা
পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ ও ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ নভেম্বর) পটিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়। পরে মাইক্রোবাসের ভেতর রাখা একটি ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলো– আব্দুল্লাহ আল মামুন (৪১), মাঈন উদ্দিন (৩০), রাশেদ আলম (৩৮), জসিম উদ্দিন (৪১) ও জুনায়েদ তানভীর তরফদার (২৯)।
মোজাফ্ফর হোসেন বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে– এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে পটিয়া থানাধীন কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালে দুটি গাড়ি র্যাবের উপস্থিতি টের পেয়ে উল্টো পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে একটি মাইক্রোবাসকে আটক করেন। ওই মাইক্রোবাসে ৫ জন ছিল। তাদের কাছ থেকে ১০টি ইয়াবা এবং গাড়ির সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যে আরেকটি মাইক্রোবাস থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’