চট্টগ্রামের পটিয়ায় বিস্ফোরক আইনের মামলায় কোলগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা মো. করিম ওরফে রহিম মেম্বারকে (৪৫) গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কোলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. করিম ওরফে রহিম উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকার মৃত মো. আব্দুর রহমানের ছেলে। তিনি কোলগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয়রা জানান, সাবেক এমপি সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত এই যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে যুবলীগ ও জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জনরোষের ভয়ে মাসের পর মাস আত্মগোপনে ছিলেন তিনি। কয়েক মাস আগে এলাকায় ফিরে পুরনো ত্রাস পুনঃস্থাপনের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে চাপড়ি এলাকার এক বাসিন্দা বলেন, অনেক দিন পর মুক্তি পেলাম।
প্রতিবাদ করলেই মামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর ছিল নিত্যদিনের ঘটনা। এখন অন্তত নির্ভয়ে রাতে ঘুমাতে পারব।
এদিকে, একই রাতে পটিয়া মাদরাসা এলাকা থেকে মুজাফরাবাদ কলেজে চুরির মামলায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. শহিদ ইসলাম (২০) ও মো. কামাল হোসেন (২৮)।
তাদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ নির্মূলে পটিয়ায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা চলমান। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত করিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার আরেকটি মামলা রয়েছে।
তিনি বলেন, আমরা কোনো প্রভাবশালীকে ছাড় দিচ্ছি না। যে-ই হোক, অপরাধ করলে গ্রেপ্তার হবেই।