পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছেন বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম। নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও জনসমর্থনের দিক থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় তার পাল্লা ভারী হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা চার গ্রুপে বিভক্ত থাকলেও কেন্দ্রের নির্দেশে সবাই এখন ঐক্যবদ্ধ ভাবে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে গণসংযোগ, উঠান বৈঠক,সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।এতে করে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পটিয়ার গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এনামের পক্ষে জনস্রোত বাড়ছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধানের শীষের পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।
পটিয়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল ফয়েজ বলেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন বঞ্চনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব এবং দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার হরণের প্রতিবাদে মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এসব ইস্যু সামনে রেখে এনামুল হক এনাম মানুষের দোরগোড়ায় গিয়ে কথা বলছেন, যা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বলেন,
পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন বলেন, এবার মানুষ নিজের ভোট নিজে দিতে চায়। এনাম ভাই মাঠে আছেন, মানুষের কথা শুনছেন—এটাই বড় বিষয়।”
এদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, পটিয়ার প্রতিটি ইউনিয়নে সংগঠন সুসংগঠিত রয়েছে এবং কেন্দ্রভিত্তিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। ভোটের দিন ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে পটিয়া আসনে নির্বাচনী লড়াই থাকলেও জনমত ও মাঠের বাস্তবতায় ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন। শেষ মুহূর্তে বড় কোনো অঘটন না ঘটলে ভোটের ফলাফল তার পক্ষেই যাবে বলে ধারণা করা হচ্ছে।