
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) চট্টগ্রাম পূর্ব জোনের ৯টি শাখা, মদুনাঘাট, কর্ণফুলি, সরকারহাট, চৌধুরী হাট, পটিয়া, বটতলী, চাঁদপুর, শান্তিরহাট, আনোয়ারাসহ মোট ৯টি শাখার উপকারভোগী সদস্যদের মাঝে প্রতিটি শাখায় ৩৪০টি করে মোট ৩০৬০টি বনজ,ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়ে। প্রতিটি চারার সাথে ৩০০গ্রাম ইউরিয়া,৩০০গ্রাম এমওপি ও পটাশ সারও দেওয়া হয়।
গত বৃহস্পতিবার (১৪ই আগষ্ট) সকালে পটিয়া শাখা অফিসে,চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পূর্ব জোনের সহকারী পরিচালক মোহাম্মদ সুলতান উদ্দিন,আঞ্চলিক ব্যবস্থাপক, সুবীর কুমার সরকার, মোহাম্মদ কামরুজামান, মোঃ সাইফুল আমীন এবং অত্র অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপকগন উপস্থিত ছিলেন।
এতে পূর্ব জোনের সহকারী পরিচালক মোহাম্মদ সুলতান উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও এসডিজি লক্ষ্যমাত্রা ১৩ অর্জনে বাংলাদেশ সরকার ঘোষিত কর্মসূচিকে সফল করতে দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) চলতি বর্ষা ঋতুতে ৫০,১০০ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষুধি জাতের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে, যা সমিতির সদস্যদের মধ্যে বিতরণ করা হলো।