
নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল উল্টে ফজলুল করিম চুমকু (৪৫) নামের এক বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন। নিহত চুমুক উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আবুল হাশেমের পুত্র। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে পটিয়া বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল করিম চুমকু পটিয়া থেকে বাড়ি ফেরার পথে আমজুরহাট এলাকায় তার মোটরসাইকেলটি গর্তে পড়ে উল্টে যায়। এসময় চুমকু ও গাড়িতে থাকা মোরশেদ (৪০) আহত হয়।
এক পর্যায়ে তারা গাড়ি উঠিয়ে বাড়ি ফিরে যায়। চুমকু ঘরে গিয়ে ঘুমাতে যায়। এসময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।
বিএনপি নেতা ফজলুল করিম চুমকুর চাচাতো ভাই ও সাবেক মেম্বার আবদুল মোতালেব মনু জানান, মোটরসাইকেল গর্তে পড়ে আহত হয়েছেন তার চাচাতো ভাইসহ দুইজন। এর মধ্যে চুমকু মারা গেছেন।