
নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ই জানুয়ারি ) দুপুরে পটিয়া রেলওয়ে ষ্টেশন চত্বরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিয়াউল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ পিপিএম
পটিয়া থানার এসআই জুয়েল উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,ও সাধারণ জনগণ।
বৈঠকে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল, সাংবাদিক কাউছার আলম, সমাজকর্মী মোহাম্মদ ফারুক, ব্যবসায়ী জসিম উদ্দিন মল্ল, নুরুল আলম, কামরুল ইসলাম সবুজ, হাজী টিংকু, আবুল কাশেম, আকতার হোসেন প্রমুখ।
বৈঠক প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এসব অপরাধ দমনে পুলিশ প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। জনগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন।আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন।জনগণের সমস্যা সরাসরি শোনার এবং দ্রুত সমাধানের লক্ষ্যে নিয়মিতভাবে উঠান বৈঠক আয়োজন করার কথা বলেন। জনগণকে যেকোনো অনিয়ম ও অপরাধের বিষয়ে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন।