
চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কে মাছবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন চারজন বাসযাত্রী। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: মোরশেদ (২৪) দোহাজারীর মো: মোস্তাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী আরাফাত হোসেন বলেন, শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে মাছবোঝাই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসের কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
Like this:
Like Loading...
Related