
নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড। গত ১০ জানুয়ারি জারি করা এক আনুষ্ঠানিক পত্রে জানানো হয়, পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। অনুমোদিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনকে। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ। এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ দস্তিদার।
চিঠিতে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা সংসদের নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে পটিয়া উপজেলায় মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবেন বলে আশা প্রকাশ করা হয়। পত্রটির অনুলিপি সংশ্লিষ্ট কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ প্রয়োজনীয় দপ্তরে প্রেরণ করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বলেন, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পটিয়া উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য। মুক্তিযোদ্ধাদের অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষায় আমরা নীতিমালা অনুসরণ করে নিষ্ঠার সঙ্গে কাজ করব।’ তিনি আরও বলেন, ‘কোনো বিভেদ নয়, সবাইকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করা হবে। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মুক্তিযোদ্ধাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করব।’