
নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী বাবলু বড়ুয়া(৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার ১১নং কেলিশহর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর ভূর্ষি বড়ুয়া পাড়া বড়ুয়ার টেক এলাকার দিলু বড়ুয়ার বাড়ীর দিলীপ বড়ুয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল নোমান আহমদ পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান নেতৃত্বে পটিয়া থানা পুলিশের একটি টিম রোববার দিবাগত রাত ৩টায় পটিয়া উপজেলার শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেফতারকৃত বাবলু বড়ুয়া বায়জিদ থানার একটি হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী। তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।