
নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়ায় স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন ‘আইসিটি অলিম্পিয়াড – ২০২৫
প্রথমবারের মতো সম্পূর্ণ আইসিটি নির্ভর ও MCQ পদ্ধতিতে অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে ৬ষ্ট হতে দ্বাদশ শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে।
শনিবার(২৭ সেপ্টেম্বর) পটিয়া ফর্মুলা একাডেমিতে এর কার্যক্রমের শুভ উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা
মোহাম্মদ নুরুল আলম সওদাগর।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পেশাজীবি পরিষদের সমন্বয়ক মো: দেলোয়ার হোসেন, স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি হাসান মানিক,সহ সভাপতি মোহাম্মদ ওসমান, সাংগঠনিক সম্পাদক মো: হিজির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রাজু ও অন্যান্য নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথি নুরুল আলম সওদাগর বলেন শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যত, তাদের দক্ষতা অর্জনে পটিয়ায় প্রথম বারের মত আইসিটি অলিম্পিয়াড আয়োজন সত্যি অসাধারণ।
পটিয়ার প্রতিটি শিক্ষার্থী যদি এতে অংশগ্রহণ করেন তাহলে নিশ্চিত অনেক তথ্য নির্ভর জ্ঞান অর্জন করতে পারবে তিনি সকলকে এ ধরনের মহতী উদ্যোগে সহযোগিতা করার অনুরোধ জানান।
পরে ফর্মুলা একাডেমির শিক্ষার্থীদের মাঝে আইসিটি অলিম্পিয়াড ২০২৫ এর ফর্ম বিতরনের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।